বিদ্যালটির ভুমি ৯২ শতাংশ, পুরাতন দাগ নং ২১৪৫,২১৪৬,২১৪৭, খতিয়ান নং ৩২০৩,৩২০৪। বিদ্যালয় ভবনটির দৈর্ঘ্য ৬৩ এবং প্রস্থ ২৭, খেলা মাঠের আয়তন ২০০-১৫০, বিদ্যালয় ভবন সংখ্যা ০১টি এর মধ্যে শেণি কক্ষ ০৩টি এবং অফিস কক্ষ ০১টি। বিদ্যালয়টির পুন:নির্মাণ ১৯৯৮-১৯৯৯ ইং সনে।
গ্রামের নামানুসারে বিদ্যালয়টির নাম দেওয়া হয় বাগবেড় বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯৪ইং সনে সরকারের নিবন্ধন লাভ করে। যার নং ২৪৬/৯৪ তারিখ ০৬/০৭/১৯৯৪ইং। ২০১৩ ইং তারিখে ০১লা জানুয়ারীতে বিদ্যালয়টি সরকারি করণ করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | আবু হাসান | সভাপতি |
০২ | আঃ ছালাম মিয়া | সহঃ সভাপতি |
০৩ | নাছিমা আক্তার | সদস্য |
০৪ | শান্তা ইসলাম | ’’ |
০৫ | রোজিনা আক্তার | ’’ |
০৬ | তজিবর রহামান | ’’ |
০৭ | মোঃ শুকুর মামুদ | ’’ |
০৮ | মোঃ হিরু মিয়া | ’’ |
০৯ | মোঃ মোমরেজ আলী | ’’ |
১০ | সরমিলা আক্তার | ’’ |
১১ | মোঃ ফজলুল করিম | সদস্য সচিব/ প্রধান শিক্ষক |
সন | শিক্ষার্থী | পরীক্ষার্থী | উর্ত্তীণ | পাশের হার |
২০০৯ | ২৬ | ২৬ | ২৩ | ৮৮.৪৬ |
২০১০ | ৩৫ | ৩৫ | ৩৫ | ১০০% |
২০১১ | ৩৪ | ৩৩ | ৩৩ | ১০০% |
২০১২ | ৩১ | ৩০ | ২৯ | ৯৬.৬৬ |
২০১৩ | ৩৭ | ৩৭ | ৩৭ | ১০০% |
শিক্ষাবৃত্তি সমূহ: ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে ৫০% হারে মোট ৮০জন।
অর্জন: ২০০৯ সালে ০১জন সাধারণ বৃত্তি ও ২০১২ ইং সালে ০১জন টেলেন্টপুল বৃত্তি পেয়েছে এবং পাবলিক পরীক্ষায় পাশের হার ১০০% এ উন্নিত করা হয়েছে।
ভবিষ্যত পরিকল্পনা: বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন সহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা।
যোগাযোগ: সখিপুর উপজেলা হইতে পূর্বদিকে বরাবর পাকা রাস্তায় ৮ কি.মি. বাগবেড় বাজার সংলগ্ন বিদ্যালয়টি।
মেধাবী : ১ম শ্রেনি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে ৩জন করে মোট ১৫ জন মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস