বিদ্যালয়টি ১৯৮৯খ্রিঃ স্থাপিত। ১৯৯৪খ্রিঃ ৮ম শ্রেণীর একাডেমিক স্বীকৃতি লাভ করে। ১৯৯৭খ্রিঃ ৯ম ও ১০ম শ্রেণীর একাডেমিক স্বীকৃতি লাভ করে। ১৯৯৫খ্রিঃ- এর মে মাসে বিদ্যালয়টি এমপিও ভূক্তি হয়।
কীর্ত্তণখোলা, গজারিয়া ও কালিয়ান পাড়া এই তিনটি গ্রামের সমন্বয়ে কে. জি. কে উচ্চ বিদ্যালয়টি এলাকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৮৯খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।
১। আতিকুর রহমান বুলবুল ২। নূর মোঃ শহীদুল্লাহ ৩। মোঃ কামরুল হাসান ৪। মোঃ হাবিবুর রহমান ৫। মোঃ সাদেকুল ইসলাম ৬। মোঃ সিদ্দিক হোসেন ৭। মোঃ আবুল কালাম ৮। জোসনা ৯। মীর আতাউল হাকিম ১০। মীর মতিয়ার রহমান ১১। নূর মোহাম্মদ হাবিবুল্লাহ | সভাপতি। শিক্ষক প্রতিনিধি। শিক্ষক প্রতিনিধি। অভিভাবক সদস্য। অভিভাবক সদস্য। অভিভাবক সদস্য। অভিভাবক সদস্য। মহিলা অভিভাবক সদস্য। দাতা সদস্য। কো-অপ্ট সদস্য। সদস্য সচিব। |
২০১১ এসএসসি ৮০.৪৩%
১০০% পাস
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
গ্রামঃ কীর্ত্তণখোলা, ডাকঘরঃ কচুয়া, উপজেলাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস