: বিদ্যালয়টির ভূমি ২৮ শতাংশ দাগ নং ১৭৫১/১৭৫২ খতিয়ান নং ১২৫৩ দলিল নং ৪১৫১। বিদ্যালয়ের সংখ্যা ২টি এর মধ্যে শ্রেণি কক্ষ ৭টি , অফিস কক্ষ ১টি, শ্রেণি কক্ষের দৈর্ঘ্য ১৫’’ ফুট প্রস্থ এবং ১৩ ফুট দৈর্ঘ্য । বিদ্যালয়টি পূর্ন নির্মাণ করা হয় ২০১২ ইং সালে। ধন্যবাদ
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমাদের বিদ্যালয়টির ধরণ কিন্ডার গার্ডেন স্কুল। প্রতিষ্টানটি ১৯৯৫ সালে স্থাপিত হয়। স্থাপিত অবস্থায় প্রতিষ্ঠানটির নাম ছিল এস.টি.সি যার স্থান কীর্ত্তন চৌরাস্তা সংলগ্ন। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ২০১২ সালে এলাকা বাসীর একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি কে.কে. একাডেমিক স্কুল নামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
মোঃ নুরুজ্জামান তালুকদার | সভাপতি |
মোসা: শামসো নাসরিন কাজল | সদস্য |
মোঃ ময়না মিয়া | সদস্য |
মোঃ ছানোয়ার হোসেন | সদস্য |
ফজলুল হক আকাশ | সদস্য |
মোঃ নুরুল ইসলাম | সদস্য |
মোঃ আশরাফ আলী | সদস্য |
মোঃ লুৎফর রহমান | সদস্য |
মোঃ নুরুল ইসলাম | সদস্য |
মোঃ নাসিমা বেগম | সদস্য |
মোঃ আনোয়ার হোসেন | সদস্য সচিব |
বিগত প্রাথমিক সমাপনী পরীক্ষায় শত ভাগ সাফল্য।
১৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫০% হারে মোট ৯৫ জন।
বিগত প্রাথমিক সমাপনী পরীক্ষায় শত ভাগ সাফল্য।
বাধ্যতা মুলক প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন সহ বিদ্যালয়ের বার্ষিক উন্নয়ন করা।
উপজেলা হতে ৫ কি.মি দুরত্ব পাকা রাস্তা সংলগ্ন । যান বাহন ভিত্তিক এলাকা।
১৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫০% হারে মোট ৯৫ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস